করোনার প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে রাজ্য। খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। দীর্ঘদিন পর খুলেছে স্কুল-কলেজ। তবে কোভিডবিধি ভুললে চলবে না। সে বিষয়ে যদিও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। তবে লোকাল ট্রেন চললেও, স্কুল-কলেজ খুললেও এবং উৎসবের মরশুম শেষেও রাজ্যে নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। তবে চিন্তা বাড়াচ্ছে কলকাতা। কারণ, কলকাতায় একদিনে আক্রান্ত ২৪২ জন। এরপরেই নিজের স্থান বহাল রেখে, দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ১৫৮, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৭৬ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট সামান্য বেড়ে হল ১.৯৮ শতাংশ। একদিনে করোনায় মৃত ৯ জন।
এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৩ জন। এনিয়ে মোট ১৫ লক্ষ ৮০ হাজার ৯২২ জন করোনা মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১১ হাজার ৯১৯ জন।