বর্তমানে পশ্চিমবঙ্গে কোভিশিল্ড এর সরবরাহ মোটামুটি ঠিকঠাক থাকলে কোভ্যাকসিন এর সরবরাহের অবস্থা বেশ খারাপ। এই কারণে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা পশ্চিম বর্ধমান জেলায়। যারা কোভিশিল্ড ভ্যাকসিনটি করেছেন তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু যারা কোভ্যাকসিন গ্রহন করেছেন তারা প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, আগামী ২২ শে জুলাই এর আগে এই ভ্যাকসিন আসার কোন সম্ভাবনা নেই। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তাদের যাদের প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ এর তারিখ চলে এসেছে কিন্তু এখনো কপালে দ্বিতীয় ডোজ জোটেনি।
পশ্চিম বর্ধমান জেলায় টিকাকরণ হলেও, টিকাকরণের হার খুব একটা ভালো নয়। ১৮ জুলাই পর্যন্ত এই জেলায় ১০,৫০০ জনের টিকাকরণ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ১৮ বছরের উর্ধ্বে সর্বমোট ২০ লক্ষ ৭০ হাজার ৮০৬ জনের টিকা লাগবে। কিন্তু ১৮ জুলাই পর্যন্ত সর্বসাকুল্যে টিকা দেওয়া হয়েছে মাত্র ৭ লক্ষ ৬৭ হাজার ৪৬৫ জন কে। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত বহু মানুষ রয়েছেন যারা টিকা গ্রহণ করতে পারেননি। তার মধ্যে আবার টিকার অপ্রতুলতা রয়েছে। সব মিলিয়ে বেশ চাপে রয়েছে পশ্চিম বর্ধমান প্রশাসন। সাধারণত সরকারি নির্দেশ অনুযায়ী প্রথম টিকা নেওয়ার ২৮ থেকে ৪২ দিনের মধ্যে দ্বিতীয় কো ভ্যাকসিন টিকা গ্রহণ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত অনেকে প্রথম টিকা নিলেও দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারছেন না। যদিও এই নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি বলেছেন দ্বিতীয় টিকা সময়মতো নিয়ে নিলে খুব ভালো হয়। তবে টিকার যোগান এখন কম রয়েছে তাই যদি দেরি হয় তাহলেও কোন সমস্যা হবে না।