রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তবে গতকালের চেয়ে আজ কিছুটা কমল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯ জন। গতকাল যা ছিল ১৭০০-র বেশি। একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫০, দ্বিতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা। এখানে কোভিড সংক্রমিতের সংখ্যা ৪২৯।
তৃতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৮ । চতুর্থ হুগলি, সেখানে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। পঞ্চম স্থানে আছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৭, ষষ্ঠ স্থানে পশ্চিম মেদিনীপুর। আক্রান্তের সংখ্যা ৪৬। সপ্তম স্থানে নদিয়া, আক্রান্তের সংখ্যা চল্লিশ। অষ্টম স্থানে পূর্ব বর্ধমান, ৩৭। এরপরেই আছে দার্জিলিং, আক্রান্তের সংখ্যা ৩৬। দশম স্থানে পশ্চিম বর্ধমান, ৩৫।
আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অবশ্য এদিন আক্রান্তের সংখ্যা শূন্য। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। অন্যদিকে, শনিবার করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, ২৮ জুন করোনাক্রান্ত ওই রোগী ভর্তি হয়েছিলেন। ওই রোগীর করোনা ভ্যাকসিন নেওয়া ছিল।