করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। প্রায় প্রতিদিন ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। গোটা দেশের মতো বেহাল অবস্থা বাংলাতেও। এখন প্রতিদিন বাংলায় ১৮ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যু সেঞ্চুরি ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে জোর কদমে চলছিল করোনার টিকাকরন প্রক্রিয়া। তবে আজ অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে রাজ্যের বেসরকারি হাসপাতাল থেকে আর পাওয়া যাবে না করোনা টিকা। বেসরকারি হাসপাতালে কেউ করোনা টিকা নিতে গেলে তাকে তার অঞ্চলের নিকটবর্তী সরকারি স্থানের নাম বলে দিতে হবে।
রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে বলা হয়েছে আর বেসরকারি হাসপাতাল থেকে করোনা টিকা পাওয়া যাবে না। আসলে কেন্দ্র সরকারের কথামত উৎপাদক সংস্থার থেকে সরাসরি টিকা কিনে নিতে হবে তাদের। ফলে রাজ্য সরকারের পক্ষে বেসরকারি হাসপাতালগুলিকে আর টিকা দেওয়া সম্ভব নয়। এছাড়া করোনার দ্বিতীয় ডোজও পাওয়া যাবে না বেসরকারি হাসপাতালে। তবে এখানে প্রশ্ন উঠছে যে কিছুদিন আগে রাজ্য সরকার জানিয়েছিল যে তারা মোট ৩ কোটি টিকার বরাত দিয়েছিল এবং তার মধ্যে ১ কোটি পাওয়ার কথা ছিল বেসরকারি হাসপাতালগুলির। সেই ১ কোটি টিকা কোথায় গেল বা কারা পেল?