গতকাল মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভ এবং হেনস্থার শিকার হয়েছিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর গাড়ি ঘিরে দেখানো হয় কালো পতাকা। সেই ঘটনার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ কর্মসূচী পালন করল কংগ্রেসের দলীয় সমর্থকরা। এদিন বেলডাঙায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক শফিউজ্জামানের নেতৃত্বে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে এক প্রস্থ বচসাও বাঁধে। তবে শুধু বেলডাঙাতেই নয়, জেলার বিভিন্ন প্রান্তে এদিন প্রতিবাদ কর্মসূচী পালন করে কংগ্রেস কর্মী সমর্থকরা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। ঐদিন মুর্শিদাবাদের রানিনগরে তিন কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। চলে ঘরবাড়ি ভাঙচুর, লুঠপাট। অভিযোগ, স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বেই উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায় গুন্ডাবাহিনী। শুক্রবার আক্রান্ত পরিবারগুলির সাথে দেখা করতে যান অধীর চৌধুরী। মাঝপথেই তাঁর গাড়ি বিক্ষোভের সম্মুখীন হয়। তাঁর গাড়ি ঘিরে দেখানো হয় কালো পতাকা। সেই ঘটনার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচী।
ইতিমধ্যেই গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানোর ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছেন অধীর চৌধুরীও। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদনও জানান তিনি। যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসক শিবির। পাল্টা অভিযোগ তুলে ব্লক সভাপতি আলম সরকার বলেছেন, যারা অভিযোগ করছে, তারাই দুষ্কৃতী। অধীরবাবুর সাথে ঘটে যাওয়া ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলেও দাবী করেছেন তিনি।