৪ এপ্রিল, ২০২৫
নদিয়া ও মুর্শিদাবাদ

জেলা ভেঙে মুর্শিদাবাদ নাম সরানো যাবে না, শাসকদলকে হুঁশিয়ারি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর

কংগ্রেসের পাশাপাশি বিজেপিও শাসকদলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছে
Adhir Chowdhury1 Bengali News
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছবি সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২ আগস্ট ২০২২ ১৬:৫৪

গতকালই নবান্নের (Nabanna) মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাতটি নতুন জেলা বাড়বে বাংলায়। সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, উত্তর ২৪ পরগনা ভেঙে হবে দুটি নতুন জেলা বসিরহাট এবং বনগাঁ বাগদা নিয়ে ইছামতি। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আলাদা হয়ে যাচ্ছে সুন্দরবন। মুর্শিদাবাদ (Murshidabad) ভেঙে আলাদা হচ্ছে বহরমপুর (Beharampur) এবং কান্দি (Kandi)। অন্যদিকে বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর এবং নদিয়া ভেঙে রানাঘাট তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর বহুদিনের পরিকল্পনা ছিল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার মত বড় জেলা অপভ্রংশ করার কিন্তু পাশাপাশি বাঁকুড়া মুর্শিদাবাদ এর মত জেলাগুলি ভাঙ্গার তাৎপর্য খুঁজে পাচ্ছে না বিরোধী দলের নেতারা। তাই নতুন সাত জেলার ঘোষণা হতেই শাসকদলকে বিঁধতে শুরু করেছেন সকলে।

এরমধ্যে মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী আক্রমণ করে বলেন, "মুর্শিদাবাদ জেলা ভাঙতে পারেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার নামটা, তার অস্তিত্বকে কেউ মুছে দিতে পারেন না। এ মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতদূর যেতে হয় আমরা যাব।" মুর্শিদাবাদের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন অধীর বাবু। সেখানে তাকে বলতে শোনা যায়, "মুর্শিদাবাদ শুধু একটা জেলার নাম নয়। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের ঐতিহাসিক ভূখণ্ডের নাম। এই মুর্শিদাবাদ জেলা এক সময় ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। এই মুর্শিদাবাদ জেলাকে দেখে লর্ড ক্লাইভ বলেছিলেন, ‘লন্ডনের থেকেও মুর্শিদাবাদ জেলায় অনেক বেশি ধনী মানুষের বসবাস’। জেলার নাম পরিবর্তন হবে কেন? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হয়েছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়েছে। তা হলে মুর্শিদাবাদ কেন হতে পারে না? মুর্শিদাবাদ থাকল, সঙ্গে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যা খুশি রাখুন। কিন্তু মুর্শিদাবাদ নামটা সরিয়ে দিলে প্রতিবাদ হবেই।"

আক্রমণ শানিয়েছে বিজেপি‌ও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলকে কটাক্ষ করে বলেন, "এটা করা হল, কারণ আইপিএস, আইএসদের যাতে ছাড়তে না হয়। খুব কৌশলগত ভাবে এটা করা হয়েছে। যাতে তাবেদারদের দিল্লি নিতে না পারে।" চুপ নেই সিপিএম‌ও। বাম নেতা সুজন চক্রবর্তী জানালেন, "পুলিশ জেলা তিনটে, স্বাস্থ্য জেলা ২টো, এখন আবার জেলার নাম বলছেন আরেকরকম। মানে জেলা একরকম, পুলিশ জেলা একরকম, স্বাস্থ্য জেলা একরকম। এত সমস্ত তালগোল করে দিলে লুটেপুটে খেতে সুবিধা হয়।" প্রসঙ্গত, জেলা ভাঙা সত্যিই একটি বড় সিদ্ধান্ত। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েছে রাজ্যবাসী। যে সকল এলাকাগুলিকে জেলা হিসেবে বিভক্ত করা হচ্ছে, সেই অঞ্চলনিবাসীরাও অনেকাংশেই খুশী নন এই সিদ্ধান্তে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi