লকডাউন কাটিয়ে আনলক হলেও প্রতিদিন দাম বাড়ছে কাঁচা সবজির। শহরের বাজারে আজও জ্যোতি আলু ৩৫ টাকা কেজি আর চন্দ্রমুখী ৪০ ছুঁইছুঁই। এদিকে কোনো কাঁচা আনাজ কেজি প্রতি ৫০ টাকার কমে পাওয়ার কথা ভাবাও যায় না। কোনও কোনও বাজারে সেই দাম ৭০-৮০ র কাছাকাছি। আর পেঁয়াজ প্রতিদিন দাম বাড়িয়ে এখন কেজি প্রতি ৫০ টাকার দোরগোড়ায়।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কলকাতা বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে রাজ্য সরকার দাম বেঁধে দিয়েছিল ২৫ টাকা। সরকারি কিছু কেন্দ্র থেকে ওই দামে বিক্রিও হচ্ছে আলু। কিন্তু যেকোনো খোলা বাজারে গেলে সাধারণ মানুষের ঘাম ছুটতে বাধ্য।
এদিকে পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য আজই কেন্দ্রীয় সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু লোকাল ট্রেন না চললে আর সরকার অসাধু ব্যবসায়ীদের উপর আইনি ব্যবস্থা না নিলে এই দাম কমবে না বলে ধরে নিয়েছে সাধারণ মানুষ।