বড়দিন আর নতুন বছরের আমেজেই মেতে আছে শহরবাসী, তোয়াক্কা নেই করোনা ভাইরাসের। পার্কস্ট্রীট বা অন্যান্য চার্চের দিকে নজর দিলেই দেখা মিলবে মানুষের ঢল, নেই সুরক্ষাবিধি ও মাষ্কের বালাই।
এদিকে, গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত ২০-২৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে, ব্যতিক্রম হয়নি শনিবারও। তবে, এদিন খানিকটা উদ্বেগ বাড়িয়েছে দৈনিক করোনাজয়ীর সংখ্যাও। এই সংখ্যাটা কমে প্রায় দৈনিক আক্রান্তের সমান হয়ে গিয়েছে।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ২৭২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারের থেকে হাজার খানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ৬৯ হাজার ১১৮ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৩৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের।
কাজেই ক্রমশ উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে বড়দিনের ভীড়। করোনা ভাইরাসের জেরে এবছর দুর্গাপুজো থেকে ঈদ সবেতেই ছিল বহু নিষেধাজ্ঞা। নতুন বছরের শুরুর দিকেই ভ্যাকসিন হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ঠিকই আর তারই মধ্যে রূপ বদলে করোনা ভাইরাসের আরও শক্তিশালী হওয়ার খবরও উঠে আসছে। আর তার মধ্যেই শীতকালীন পিকনিক, সুরক্ষাবিধি না মানা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের।