করোনা আবহে এখনো স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসনির্ভর, এরই মাঝে আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাসের দিন ও ছুটির দিনের ওপর ভিত্তি করে নয়া ক্যালেন্ডার প্রকাশ করল রাজ্য সরকার। ছুটির সংখ্যা যে আগের চেয়ে অনেক বেড়েছে তা বলাই বাহুল্য।
এক নজরে আগামী বছরের শিক্ষাবর্ষে ছুটির তালিকা ~
- গরমের ছুটি কমেছে। ২৪ শে মে থেকে ৩রা জুন পর্যন্ত থাকবে গ্রীষ্মাবকাশ।
- বেড়েছে পুজোর ছুটি। ১১ই অক্টোবর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত থাকবে পূজাবকাশ।
- ১৮ ই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি।
- ৯ ই এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের ছুটি।
- ছট পুজোর জন্য দুদিন ছুটি
- ১৩ই জুলাই নেপালি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং ও কালিম্পং এর স্কুলে ছুটি।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিট যেসব স্কুলে পড়বে সেখানে মাধ্যমিকের জন্য ৯ দিন ও উচ্চ মাধ্যমিকের জন্য ১৩ দিন স্কুল ছুটি থাকবে। হাতে থাকবে অতিরিক্ত আরো ৫টি ছুটির দিন। অর্থাৎ দেখা যাচ্ছে আগামী বছরে মোট ৬৫ টি ছুটি পাবে সরকারি স্কুলগুলি।