বিগত এক সপ্তাহের টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গ। আর সেই বৃষ্টিতেই ভেঙেছে মেদিনীপুরের পারাং নদীর বাঁধ। শুক্রবার জলের তোড়ে ভেঙ্গে যায় দাসপুরের চণ্ডীপুর সংলগ্ন বাঁধের রাস্তা। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ বাঁধের মোট ১২ টি জায়গায় রাস্তা ভেঙেছে। আর তার জেরেই প্লাবিত চণ্ডীপুর গ্রাম। বাঁধ ভাঙার কারনে জল ঢুকে বিপর্যস্ত সাধারনের জীবন। তার উপর বাঁধের রাস্তা ভেঙ্গে যাওয়ার যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, পারাং-এর জল ঢুকে একেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ঘরবাড়ি। তার উপর বাঁধের রাস্তা এমনভাবে ভেঙ্গে গিয়ে তাঁদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। গাড়ি চলাচলও সম্পূর্ণরূপে বন্ধ। কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সামান্যতম ব্যবস্থাটুকুও নেই। এদিকে খাবার জলের জন্যও সেই ভাঙ্গা রাস্তা দিয়েই প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। তাঁদের কথায়, আগেও বাঁধ ভেঙেছে, তবে এরকম খারাপ অবস্থা এই প্রথম। এসবের মধ্যে বাসিন্দাদের প্রশাসনের কাছে আর্তি, যত দ্রুত সম্ভব তাঁরা যেন বাঁধ ও বাঁধ সংলগ্ন রাস্তা মেরামতির কাজ শুরু করেন। যদিও প্রশাসন এখনও নিরুত্তর।