করোনা বিপর্যয়ের চোখরাঙানির মধ্যে শ্রমিকদের জন্য খুশির খবর৷ আড়াই বছর পরে ১ নভেম্বর থেকে খুলতে চলেছে চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল৷ দু’বেলা দু’মুঠো জোটাতে না পারার যন্ত্রণা, অনিশ্চয়তার দীর্ঘশ্বাস আর অনেক চোখের জলের পরে অবশেষে উৎসবের মরশুমে মিলল খুশির খবর৷
কলকাতায় জুটমিল নিয়ে বুধবারের ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমমন্ত্রী সহ শ্রম দপ্তরের অন্য কর্তারা উপস্থিত ছিলেন৷ মিল খোলার পাশাপাশি শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সেখানে৷
২০১৮–র মে মাসে কর্তৃপক্ষের মিল বন্ধের ঘোষণায় রাতারাতি পথে বসেছিলেন জুটমিলের প্রায় ৫ হাজার শ্রমিক৷ লোকসভা নির্বাচনের ঠিক আগে মিল একবার খুলেছিল৷ কিন্তু কয়েকদিনের মধ্যেই ফের বন্ধ হয়ে যায়৷
ইতিমধ্যে মিলের মালিকানা পাল্টে গেছে৷ যদিও এতে শ্রমিকদের সমস্যা হবে না বলে জানিয়েছেন শ্রমকর্তারা৷ ফলে শ্রমিকদের এখন শুধুই কাজে যোগ দেওয়ার সানন্দ অপেক্ষা৷