বোলপুরে (Bolpur) ফের সিবিআই (CBI) হানা। বুধবার কাকভোরে বোলপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের। বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিল সিবিআই। একাধিক ব্যক্তির বাড়িতে চলছে রীতিমতো চিরুনি তল্লাশি।
আজ সকালে বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা হয়েছে। চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। এই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় নাকি অনুব্রত মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ লোক বলে সূত্রের খবর। অন্যদিকে আরও একজন ঘনিষ্ঠ সুদীপ রায়ের বাড়িতেও নাকি সিবিআই হানা হয়েছে। পাশাপাশি অনুব্রত মন্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারির বাড়িতেও সিবিআই হানা হয়েছে।
উল্লেখ্য, অনুব্রত মন্ডল গ্রেফতারের পর গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোটা ঘটনার সঙ্গে কারা জড়িত তার শেকড় খুঁজতে তৎপর সিবিআই। পাশাপাশি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টি নজরে রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট ১৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে যেখানে বেআইনি টাকা রাখা হত।
এদিকে জেলের ভেতর তদন্তে নাকি কোন সহযোগিতা করছেন না অনুব্রত মন্ডল। অত্যন্ত খোশমেজাজে তিনি সময় কাটাচ্ছেন। সিবিআইয়ের অভিযোগ, অনুব্রত মন্ডল নাকি তদন্তে কোন প্রকার সাহায্য করছেন না। একদিকে ভোট পরবর্তী হিংসা মামলা, অপরদিকে গরুপাচার মামলা নিয়ে জেরবার দল।