টোটো চালকদের টোটো চালাতে না দেওয়ার অভিযোগে রবিবার বনগাঁ বাটার মোড়ে রাস্তা অবরোধ করলেন নিমতলা আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকরা।
স্থানীয় সূত্রের খবর, আজ সকালে বনগাঁ ষ্টেশন চত্বরে যাত্রী তোলা নিয়ে বচসায় জড়ান বনগাঁ আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়ন এবং নিমতলা আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকরা। নিমতলা আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকদের অভিযোগ, বনগাঁ টোটো চালক সংগঠনের পক্ষ থেকে তাঁদের টোটো চালাতে বাধা দেওয়া হচ্ছে। আর এরপরেই সুবিচারের দাবীতে নিমতলা টোটো ইউনিয়নের চালকরা বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধে বসেন। অবরোধের জেরে তীব্র সমস্যায় পড়েন সাধারন মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিমতলার টোটো চালক সংগঠনের দাবী মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাঁরা। তাঁদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনরত টোটো চালকরা।
এবিষয়ে বনগাঁ তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ বলেছেন, কারা অবরোধ করেছে সেই বিষয়ে তাঁর জানা নেই। তবে টোটো চালকদের সমস্যা নিয়ে এর আগেও প্রশাসনিক বৈঠক হয়েছে। তাঁর কথায়, বৈঠকের সিদ্ধান্ত এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী সকলকে চলতে হবে। রাস্তা অবরোধ করে কোনোভাবেই সাধারন খেটে খাওয়া মানুষদের সমস্যায় ফেলা যাবে না। যদিও নিমতলা ই-রিক্সা সংগঠনের সদস্য বিশ্বজিত চক্রবর্তী নারায়ণ চন্দ্র ঘোষকেই কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন, পুরো ঘটনার নেতৃত্বে রয়েছেন নারায়ণ বাবু। তাঁর নির্দেশেই নিমতলা টোটো সংগঠনের চালকদের টোটো চালাতে দেওয়া হচ্ছে না।