ফের রাজ্যে চাঞ্চল্য। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। হাত উড়ে গেল আর একজনের। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন বোমা বাঁধার কাজ চলছিল, কারা জড়িত এই ঘটনার সঙ্গে সমস্ত বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার রাতে ডোমকলের বঘারপুর রমানা গ্রামের ঘটনা। রাতে আচমকা বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। সূত্রের খবর, সেখানে পাট ক্ষেতের ভেতর বসে কয়েকজন নাকি বোমা বাঁধছিল। আচমকাই বিস্ফোরণ হয়। আর তাতে সিরাজুল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। তার আর এক সাগরেদ নাজমুল শেখের হাত উড়ে গিয়েছে। বর্তমানে তার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বোমা তৈরির কাজ নিয়ে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। স্থানীয়দের দাবি, এই দুই ব্যক্তি আগে নাকি সিপিএম করত, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত, বলছেন স্থানীয় লোকজন। তবে কেন পাট ক্ষেতের ভেতর বসে বোমা বাঁধার কাজ চলছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।