উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এর সাংসদ জন বারলা দাবি করেছেন পৃথক উত্তরবঙ্গের। এবারে সেই দাবির ওপর ভর করে পৃথক জঙ্গল মহলের দাবি জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। একটি সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দিলেন, "যদি এই অঞ্চলের মানুষের কোন উন্নয়ন না করা হয় তাহলে আমরা পৃথক জঙ্গলমহল, বা পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাংলা, বাংলা বলে পশ্চিমবঙ্গ কে বাংলা করতে চাইছেন। বাংলা কোন পৃথক দেশের নাম নয় আমরা পশ্চিমবঙ্গবাসী। আসলে ওনার প্রধানমন্ত্রী হবার খুব শখ, তাই এইরকম বাংলা নামক একটা আলাদা দেশ তৈরি করতে চাইছেন। কিন্তু সেরকমটা হবে না, আমরা পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাবো।".
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো অভিযোগ করলেন, " উত্তর বঙ্গে বিজেপি ভালো ফল করেছে কিন্তু দক্ষিণবঙ্গে রমরমা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল বলে মুখ্যমন্ত্রী বাংলার কথা শোনেন। কিন্তু তবুও জঙ্গলমহল বঞ্চিত কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিলোমিটারের দূরত্বে ২৩ জন মন্ত্রী থাকেন। কিন্তু জঙ্গলমহল থেকে তেমন কোন মন্ত্রী নেই। আমাদের রাজস্ব সরকারি কোষাগারে যাচ্ছে, কিন্তু আমরা কিছু পাচ্ছিনা। আমাদের নিজেদের সমস্ত দাবি-দাওয়া রয়েছে। আমরা পৃথক রাঢ়বঙ্গ তৈরি করার দাবি জানাবো।" কিন্তু সৌমিত্র খাঁ এর এহেন দাবির জেরে বেশ বিপাকে পড়েছে রাজ্য বিজেপি। এর আগে যখন জন বারলা পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়েছিলেন তখন, রাজ্য বিজেপি জানিয়েছিল এটা তার ব্যক্তিগত মতামত, দল এরকম মন্তব্যে বিশ্বাসী নয়। আরে বারে দলের অত্যন্ত পরিচিত মুখ সৌমিত্র খাঁ আবারও বঙ্গভঙ্গের দাবি জানালে চরম বিপাকে পড়েছে রাজ্য বিজেপি।