বাগনানে বিজেপি নেতা খুন হওয়ার ঘটনায় মঙ্গলবার একটি বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানেই তিনি বললেন, বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে বাড়তে থাকা মস্তান মাফিয়াদের হাত থেকে বাঁচবে রাজ্যবাসী। উত্তরপ্রদেশের মডেলে এখানেও অনেকের পরিণতি বিকাশ দুবের মতো হবে বলে জানান সায়ন্তন। তাঁর দাবি, “উত্তরপ্রদেশে গুণ্ডা মাফিয়াদের পকেটে পুরে রাখে বিজেপি। এই রাজ্যেও অমন এনকাউন্টার হবে বিজেপি এলেই।”
এই মন্তব্যের উত্তর দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষেও। স্থানীয় বিধায়ক অরুণাভ সেন বলেন, “ওটা একটা জোকার। ওর কথায় কান দেবেন না।” এছাড়াও সায়ন্তনের বয়ানকে হাতিয়ার করেই বিজেপির বিরোধিতা করছে তৃণমূল। তারা বলছে, রাজ্যের মানুষ উত্তরপ্রদেশের অবস্থা সম্পর্কে অবগত। সেখানের দুর্নীতি, নারী ধর্ষণ, বিজেপির মাফিয়ারাজ সবটা জানে রাজ্যবাসী। তাই তারা কখনই বিজেপিকে রাজ্যে এনে নিজেদের ওই পরিণতি চাইবে না।