২৪ ঘন্টার ব্যবধানে প্রচারে বেরিয়ে আবারো বাধার মুখে পড়লেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মন্ডল। দিনহাটা কেন্দ্রে আগামী বিধানসভা উপনির্বাচনে নির্বাচন হওয়ার কথা। তার জন্যই প্রচার করতে ব্যস্ত ছিলেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। কিন্তু হঠাৎ করেই প্রচার এর মধ্যে বিক্ষোভকারীদের মুখোমুখি হন বিজেপি প্রার্থী। বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নাটাবাড়ি বিধায়ক মিহির গোস্বামী। এই ঘটনার জেরে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর উপ নির্বাচন হওয়ার কথা। তাই পুজো শেষ হতে না হতেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন বিজেপি এবং তৃণমূল সমস্ত দলের প্রার্থীরা। কিন্তু তার মধ্যেই বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে এরকম আক্রমণকে অনেকেই আখ্যা দিয়েছেন অসাংবিধানিক হিসেবে।
মঙ্গলবার সকালে কোচবিহারের নয়ার হাট এলাকায় প্রচারে বেরিয়েছিলেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মন্ডল। সঙ্গে ছিলেন মিহির গোস্বামী এবং আরো অনেকে। অভিযোগ, প্রচারে বেরোনোর পরে প্রথমে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। বিজেপি অভিযোগ জানায়, যে বিক্ষোভকারীরা সেখানে জমায়েত করেছিলেন তাদের মধ্যে অনেকের মুখে শোনা গিয়েছিল জয় বাংলা স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাটা বাড়ির বিধায়ক মিহির গোস্বামী। এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিজেপি অভিযোগ করেছে, এই সম্পূর্ণ ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে নিশীথ প্রামানিক প্রশ্ন তুলেছেন, যেখানে বিধায়কদের এই অবস্থা, সেখানে সাধারণ মানুষ কি আদৌ কোনো নিরাপত্তা পাচ্ছেন নাকি না? যদিও বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ রূপে ভিত্তিহীন বলে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা দাবি, প্রচারের আলোয় আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে ভারতীয় জনতা পার্টি। যদিও বিজেপি প্রার্থী অশোক মন্ডল এর আগেও বাধার সম্মুখীন হয়েছেন। সোমবার বামন হাট এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রচার করার সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন অশোক মন্ডল। তখন প্রশ্ন করা হয়েছিল, " নিশীথ প্রামানিক কোথায়? যাকে ভোট দিয়েছিলাম সেই নিশীথ প্রামানিক কোথায়?"