বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে অনেকদিন আগে। এরই মধ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। তবে আজ অর্থাৎ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার মুখে প্রার্থী পরিবর্তন করল বিজেপি। বর্ধমান গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি আজ মনোনয়নপত্র জমা দিতে গেলে জানতে পারেন যে তার বদলে বিকাশ বিশ্বাসকে বিজেপির নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই খবর পেয়ে তিনি নিজেও স্তম্ভিত হয়ে গেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার বর্ধমান জেলা বিজেপির সভাপতি আলুওয়ালি তপন বাগদিকে ডেকে প্রচার করতে নিষেধ করেছিলেন। এই প্রসঙ্গে তপন বাগদি বলেছেন, "আমাকে প্রচার করতে বারণ করা হয়েছিল। তবে আমাকে বিজেপি প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়নি। আমি স্তম্ভিত এই সিদ্ধান্ত শুনে। তবে আমি এরপর ওপর মহলের সাথে কথা বলবো।" অন্যদিকে বিকাশ বিশ্বাস নিজেও তার প্রার্থী হওয়ার কথা শুনে বেশ অবাক হয়েছেন। তিনি বলেছেন, "আমি আজ জানতে পেরেছি যে গলসি থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে। আগে আমি কিছু জানতাম না। এমনকি কিছুদিন আগে আমি তপনদার হয়ে প্রচার করেছি। আজ তপনদার সাথে দেখা করবে এবং বুঝব সব। তারপর তাকে সঙ্গে নিয়ে প্রচারে বেরোবো।"