নদীর পাড়ে পাঁচ অসমবয়সী বন্ধু পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিকে দেদার খাওয়া-দাওয়ার পর অপর্যাপ্ত মদ্যপান। এবার বে-খেয়ালে নদীতে স্নান। নেশার ঘোরে আনুষঙ্গিক বিপদের কথা মাথাতেই আসেনি। মদ্যপ অবস্থায় জলে নেমে মূল্যবান জীবনের মাশুল দিতে হল দু'জনকে।
ঘটনাটি বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার। ময়ূরাক্ষী নদীর তীরে পাঁচজন পিকনিকে গিয়েছিলেন। সেখানেই নদীতে স্নান করতে নেমে প্রাণ গেল দু'জনের। মৃতদের নাম শুভেন্দু হাজরা ও শুভম দাস। এঁদের মধ্যে একজন বীরভূমের মহম্মদবাজার এলাকার এক তৃণমূল নেতার জামাই বলেও খবর। স্থানীয় সূত্রে খবর, খাওয়া-দাওয়ার পর মদ্যপ অবস্থায় তাঁরা জলে নেমেছিলেন।
প্রথমে পাঁচজন জলে নামেন। মদের নেশায় তখন বেসামাল অবস্থা। আচমকাই পাঁচজন তলিয়ে যেতে শুরু করেন। তিনজন কোনমতে পাড়ে উঠতে পারলেও দু'জন ক্রমশ মাঝ নদীর দিকে তলিয়ে যেতে থাকেন। চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলেও উদ্ধার করা সম্ভব হয়নি। খবর যায়, সাঁইথিয়া থানায়। নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অনেক তল্লাশির পর দু'জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।