আজ অর্থাৎ শনিবার থেকে রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়ে গেল টিকাকরণের মহড়া। আমডাঙা, দত্তাবাদ ও মধ্যমগ্রামের গ্রামীণ হাসপাতালে ২৫ জন স্বেচ্ছাসেবককে নকল টিকা দেওয়ার মাধ্যমে চলবে ড্রাই রানের প্রক্রিয়া।
আগে থেকে নাম নথিভুক্ত করে শারীরিক পরীক্ষা করে দূরত্ববিধি মেনে তাদের ৫জন করে দলবিভক্ত করে এই টিকা দেওয়া হবে। একটি সফটওয়্যার অ্যাপে সমস্ত টিকাগ্রহনকারীর নাম ও বিস্তারিত তথ্য আপলোড করা হবে এবং টিকা নেওয়ার পর এসএমএসে জানানো হবে। এছাড়াও পরবর্তী টিকার দিনও ওতেই জানানো হবে। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের আগেই জানানো হয় এটি আসল টিকা নয়, কেবলমাত্র সুষ্ঠুভাবে আগামীদিনে টিকাকরণকে সার্বজনীন স্তরে পৌঁছে দেওয়ার জন্য একটি মহড়া বা প্রস্তুতি মাত্র। এই কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সারা ভারত জুড়ে আর কিছুদিনের মধ্যেই ভারতের ড্রাগ কন্ট্রোল সংস্থার ছাড়পত্র আদায় করে অক্সফোর্ডের কোভিশিল্ড টীকাপ্রদান শুরু হবে।