করোনা (Corona) সংক্রমনের কারণে গত বছরের মার্চ মাস থেকে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা দেশবাসীর জীবনযাত্রা। সম্প্রতি দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফের স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে দীর্ঘদিন পর ভক্তদের জন্য দরজা খুলে দিয়েছে বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ। নির্দিষ্ট করোনা বিধি মেনে দর্শকরা মঠে ঢুকতে পারবেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা এবং বিকেল ৪ টা থেকে ৫:৪৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের দরজা খোলা থাকবে। প্রবেশ করতে গেলে দেখাতে হবে দুটি করোনা ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র। তবে গতকাল শুক্রবার বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৩০ আগস্ট জন্মাষ্টমী উৎসবের দিন বেলুড় মঠ বন্ধ থাকবে।
বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, "৩০ আগস্ট ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন না। তবে রীতি মেনে মঠের ভেতর জন্মাষ্টমী উপলক্ষে পূজা হবে।" প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছরই জন্মাষ্টমীর দিন বেলুড়মঠে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়। এবার করোনা পরিস্থিতিতে মঠ খোলা রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ ওই দিনের জন্য মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রীতি মেনে জন্মাষ্টমীর পুজো হবে ভেতরে। সেই পুজোর লাইভ স্ট্রিমিং হবে নাকি তা সম্বন্ধে কতৃপক্ষ এখনও কিছু জানায়নি। তবে ভক্তদের আবেদন যাতে বেলুড় মঠ কর্তৃপক্ষ লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করে যাতে জন্মাষ্টমী বিশেষ পুজো সকলে বাড়ি বসে দেখতে পায়।