বৃহস্পতিবার আচমকা লাফ দেশের দৈনিক সংক্রমণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। একই ভাবে প্রতিটি রাজ্যেই বাড়ছে সংক্রমণ।পশ্চিমবঙ্গেও এর অন্যথা হয়নি। গতকালই পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা পেরিয়েছিল তিন হাজারের গন্ডি। এই পরিস্থিতিতে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। চাপ পড়েছে বেলেঘাটা আইডি হাসপাতালেও।
রোগীদের চাপে এবার রাজ্য স্বাস্থ্য দফতরের থেকে আরও চিকিৎসক এবং নার্স চেয়ে আবেদন জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই মর্মে স্বাস্থ্যভবনকে একটি চিঠি পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে।
জানা গিয়েছে, জুন মাসে নতুন করে সব বিভাগ মিলিয়ে ১৮ জন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। মাস না পেরোতেই ফের ৪ জুলাই আরও একবার স্বাস্থ্য ভবনে চিঠি পাঠায় বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। এই চিঠিতে ১৫ জন নার্স এবং ‘ক্রিটিক্যাল কেয়ার’ বিশেষজ্ঞ চাওয়া হয়েছে বলে খবর।