সোমবার সাত সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল পূর্ব বর্ধমানবাসী (Purba Burdwan)। টোটো ও ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল অন্তত ৫ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য। বাকি ১ জন টোটোচালক বলে সূত্রের খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
ঠিক কী ঘটেছিল এদিন? পূর্ব বর্ধমানের পালিতপুরের সাঁতরা পরিবারের চার সদস্য সোমবার সকালে মাছ ধরতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন টোটোচালক গিয়াসউদ্দিন মিদ্যা। গিয়াসউদ্দিনের বাড়ি স্থানীয় সিজেপাড়ায়। তখনও সূর্যের আলো ফোটেনি। সকাল সকাল সকলেই বেরিয়ে পড়েছিলেন তাঁরা। এরপর ২ বি বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের ঝিঙুটিতে দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। আচমকাই পাথর বোঝাই একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে টোটোটিকে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকার লোকজন ছুটে আসেন। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে পাঁচ জনের। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটি। যদিও চালক পলাতক।