ভোটের দিন ঘনিয়ে আসছে তত দলগুলির নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করার চাপ বাড়ছে। কিন্তু বাম কংগ্রেস জোটে কংগ্রেসের অবস্থান এখনও পরিস্কার হচ্ছে না হয়তো। রাজ্যের কংগ্রেস নেতৃত্বের পক্ষে দুটি আলাদা প্রার্থী তালিকা জমা পড়লো এআইসিসিতে। সূত্রের খবর কংগ্রেসের অধীর চৌধুরী গোষ্ঠীর তরফে রাজ্যে ১৩০ আসনে লড়ার ইচ্ছে প্রকাশ করে সূচি দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য আব্দুল মান্নানের গোষ্ঠীর তরফে ১১০ আসন দাবি করা হয়েছে এই ভোটে। কিন্তু দুটি আলাদা তালিকা জমা পড়ায় খানিক বিব্রত কেন্দ্রীয় নেতৃত্ব।
এআইসিসির সাধারণ সম্পাদক বি পি সিং জানান, “দুটি আলাদা তালিকা পাওয়া গেছে। জিতিন প্রসাদ এই বিষয়ে সিধান্ত নেবেন।” লোকসভা ভোটে বামেদের সাথে জোট ছিন্ন করে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিলো দুই দলকেই। তাই দু-পক্ষই এইবার জোটের পক্ষে। কিন্তু ১১০ নাকি ১৩০ তাই নিয়ে কংগ্রেসের মধ্যেই এখনও কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বামেরা ঠিক কতগুলি আসন ছাড়তে রাজি হবে সেটাও দেখার। ২৫ জানুয়ারি আবার বৈঠকে বসবেন বাম-কংগ্রেস নেতারা। আসনরফা নিয়ে সেখানে কিছু সূত্র পাওয়ার আশা।