একদিকে করোনা (Corona) অতিমারি, অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের (Yaas) জোড়া ফলায় বিপর্যস্ত রাজ্য। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের দিশেহারা অবস্থা। অথচ রাজ্যের বকেয়া ৫ হাজার কোটি বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। শুক্রবার পাওনা টাকার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitaraman) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
শুক্রবার অমিত মিত্র দাবি করেছেন, রাজ্যে কোভিড অতিমারির প্রকোপ চলছে। পরপর দু'টি প্রাকৃতিক দুর্যোগ আমফান এবং ইয়াসের দাপট গেল। এরপরও কেন্দ্র সরকার গত ১০ মাস ধরে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে। এই অর্থ রাজ্যে এলে কোভিড অতিমারি এবং ঘূর্ণিঝড় মোকাবিলার কাজ সহজ হত। অথচ কেন্দ্র কোন ভাবেই রাজ্যের পাওনা টাকা পরিশোধ করছে না। পাশাপাশি অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি তুলেছেন, জিএসটি ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা অন্তত আরও ৫ বছর বাড়ানো হোক। এমন পরিস্থিতিতে রাজ্যের প্রতি সহনশীল আচরণ করুক কেন্দ্র।
করোনার মধ্যেই ইয়াসের দাপটে রাজ্যের পরিস্থিতি বেসামাল। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি লাগামছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজের প্রস্তাব দিলেও মিলেছে অতি সামান্য। যা দিয়ে সুন্দরবন, দিঘা, শঙ্করপুর, মন্দারমণি অঞ্চল গুলিকে পুনরায় সাজিয়ে তোলা সম্ভব নয়। এমন অবস্থায় রাজ্যের বকেয়া অর্থ কেন্দ্র মঞ্জুর করলে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।