মানবাধিকারের স্বার্থে সারা বিশ্বজুড়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারতে তাদের কাজ নতুন নয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইডির সাহায্যে এই সংস্থার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলো। অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এফডিআইয়ের মাধ্যমে বিদেশি মুদ্রা গ্রহণ করছিল। এছাড়াও বিদেশি অনুদান গ্রহণ করার জন্য যে আইনে নথিভুক্ত করতে হয় সেটাও করেনি তারা।
অভিযোগের প্রেক্ষিতে অ্যামনেস্টি আপাতত ভারতে তাদের যাবতীয় কাজ বন্ধ রেখেছে। তাদের দাবি দিল্লি সংঘর্ষ কিংবা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘননের মতো অনেক বিষয়ে তারা সরাসরি সরকারের বিরোধীতা করেছিলো। সেই জন্যই গত দুবছরে বারবার তাদের কাজে বাধা দেওয়া হয়েছে নানাভাবে। তাই এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় খুব অবাক হয়নি তারা।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
এখন অ্যামনেস্টির মতো সংস্থা ভারতে তাদের কাজ বন্ধ করে দিলে আন্তর্জাতিক ক্ষেত্রে তা একটা বড়ো ধাক্কা হবে ভারতের জন্য।