ক্যাম্পাস খোলার দাবী নিয়ে আরও একবার অশান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। এবার ক্যাম্পাস খোলার দাবী নিয়ে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে আন্দোলন-বিক্ষোভ প্রদর্শনে শামিল হলেন বাম ছাত্র-ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সাথে পড়ুয়াদের ধস্তাধস্তিরও খবর পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের গেটের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ক্যাম্পাস খোলার দাবীতে তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। অভিযোগ উঠছে, সেন্ট্রাল অফিসের সামনে বলাকা গেট দিয়ে বিক্ষোভরত পড়ুয়ারা ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। এরপরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেসময় কিছু পড়ুয়াদের নিরাপত্তারক্ষীরা মারধর করেন বলেও উঠেছে অভিযোগ।
পরিস্থিতি বেগতিক দেখে বলাকা গেটে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তা সত্ত্বেও কিছু বিক্ষোভকারী গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে বলে খবর সূত্রের। এরপর গেটের বাইরেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন পড়ুয়ারা। উল্লেখ্য, গত বছরেও ফি বৃদ্ধির প্রতিবাদে অংশগ্রহণকারী তিন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বিশ্বভারতী। আবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি বিশ্বভারতীতে।