বিজেপি (BJP) রাজ্য রাজনীতি সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বারংবার বিতর্কের মুখে পড়েন মেঘালয়ের রাজ্যপাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি কিছুদিন আগে একুশে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির তারকা অভিনেত্রী প্রার্থীদের "নগরের নটি" বলে সম্মোধন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তারপর তাঁর নামে একগুচ্ছ অভিযোগ জমা পড়ায় তাঁকে দিল্লিতে তলব করা হয়। কিন্তু তারপরেও দমে যাননি তিনি। আবারও তথাগত রায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ রাজ্য বিজেপির চার নেতার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি দাবি করেছেন, "একুশে বাংলা বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণার পর বহু বিজেপি কর্মী এখন বিপদে রয়েছেন। কিন্তু কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষ কার্যত বেপাত্তা।" তাঁর এমন বক্তব্যে ফের সরগরম রাজ্য রাজনীতি।
তথাগত রায় একটি টুইট করে লেখেন, "এক ঘনিষ্ঠজন এসে আমার কাছে কান্নাকাটি জুরে দিয়েছিলেন। তিনি বলেন যে কয়েক হাজার বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘরছাড়া করেছে। এখন ঘরে ফিরতে তাদের মোটা অংকের টাকা গুনতে হবে। তারা বড্ড অসহায়। কিন্তু এতে রাজ্য বিজেপির নেতা কে-এস-এ(কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন) হাওয়া হয়ে গেছেন। ফোন ধরছেন না ডি (দিলীপ ঘোষ)।" এই টুইট পোস্ট করার সাথে সাথেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। আর তথাগত রায়ের বক্তব্যের জন্য ফের অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি সংগঠন।