আবারও রাজ্য রাজনীতির চোখ টানলো দিলীপ ঘোষ ও অনুব্রত মণ্ডলের বাকযুদ্ধ। দিলীপ ঘোষ রবিবার খড়গপুরের এক সভা থেকে বলেন “তৃণমূল কর্মীদের মেরে শ্মশানে পাঠিয়ে দেবো”। এই কথার প্রেক্ষিতেই সোমবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বললেন “একটা দলের রাজ্য সভাপতি এমন মন্তব্য করতে পারে? — ‘মেরে শ্মশানে পাঠিয়ে দেবো’! সবাইকে শ্মশানে পাঠিয়ে দিলে উনি থাকবেন কি নিয়ে?”
এছাড়াও দিলীপ ঘোষ বারবার অভিযোগ করেছেন রাজ্যে নাকি “দিদির পুলিশ” দিয়ে ভোট করিয়ে জেতার চেষ্টা করবে তৃণমূল। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভীষণই আক্রমণাত্মক অনুব্রত। বললেন, “ওটা মূর্খ তাই জানে না যে বিধানসভা ভোট নির্বাচন কমিশন থেকে নিয়ন্ত্রণ করে। ভোট কোনো দাদা-দিদির পুলিশ দিয়ে কিছু হয় না।”
আবার চারিদিকে বিজেপি হাওয়া তুলছে তারা ২০০-র বেশি আসন জিতে সরকার গড়বে এই রাজ্যে। দিলীপ ঘোষ বলেছিলেন “এইবার দিদি বিসর্জন”। এই প্রসঙ্গে অনুব্রত বললেন, “আমরা ওসব বলবো না। আগামীকাল বিহারের রেজাল্ট। দেখাই যাবে কারা বিসর্জন যায়। ট্রাম্প তো গেলো। ট্রাম্পকে ডেকে যে নমস্তে ট্রাম্প করেছিল এইবার সেই বন্ধু-ও যাবে। ২০২৪-এ বিজেপি শেষ।”