নারদ মামলা (Narada case) এ রাজ্যে থাকবে নাকি অন্য রাজ্যে স্থানান্তরিত হবে সে নিয়ে হাইকোর্টে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে ফের শুনানি মঙ্গলবার। সোমবার যান্ত্রিক গলযোগের কারণে মামলার শুনানি শেষ না হওয়ায় ফের মঙ্গলবার শুনানি। মামলার শুরুতে সিবিআই পক্ষের আইনজীবী তুষার মেহেতার (Tushar Meheta) অডিও অস্পষ্ট আসে। তারপর তিনি সওয়াল জবাব শুরু করেন। সওয়াল জবাবে বারবার এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই সলিসিটর জেনারেল তুষার মেহেতা। অনেক সওয়াল জবাবের পরও আজ এ মামলার সমাপ্তি হয়নি। ফের বুধবার সকাল সাড়ে ১১ টায় এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ রাজ্যে নারদ মামলা প্রভাবিত হতে পারে বলে অভিযোগ করেছিল সিবিআই। এমনকী গ্রেফতারের দিন যেভাবে শাসক দলের নেতা মন্ত্রীরা বিক্ষোভ করেছিলেন তা শাসন কাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সিবিআই পক্ষের আইনজীবী। তিনি উল্লেখ করেন, "এরকম গুন্ডাগিরি আগে কোথাও দেখা যায়নি।" পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এমন ঘটনা হয়েছে কীনা সে প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত নারদ মামলা নিয়ে রাজ্য-রাজনীতিতে তুমুল উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তের প্রথমে ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হলেও হাইকোর্টে তা স্থগিত হয়ে যায়। রায়ের পুনর্বিবেচনার আবেদন জানায় অভিযুক্তদের আইনজীবীরা। সেখানেও নাটকের পর নাটক প্রত্যক্ষ করে সকলে। দুই বিচারপতির সিদ্ধান্তের গরমিলে অভিযুক্তদের গৃহবন্দির নির্দেশ দেওয়া হয়। এরপর ফের মামলার শুনানিতে ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলেও এই মামলা বিষয়ে কোন মন্তব্য করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও এ রাজ্যে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কায় অন্য রাজ্যে মামলা স্থানান্তরের আবেদন জানায় সিবিআই।