আলিয়া, কাজী নজরুল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আসন্ন সেমেস্টার সম্পূর্ণ করতে হবে অনলাইনেই, এই দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্বভারতীর বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মতোন বিশ্বভারতীর পড়ুয়াদের মুখেও একই বাণী। সিলেবাস না শেষ হওয়া, সেমেস্টারের পর্যাপ্ত সময় না পাওয়া, প্রাক্টিক্যাল না হওয়া সহ আরও একাধিক ইস্যু উঠে আসছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কোন মাধ্যমে নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে। তবে তা শুনতে নারাজ বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা।
অভিযোগ, "করোনার জেরে অনলাইনে ক্লাস হয়েছে। অধ্যাপকেরা সিলেবাস শেষ না করে পিডিএফ দিয়ে দিয়েছেন। তার ফলে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। হয় সিলেবাস সম্পূর্ণ শেষ করে পর্যাপ্ত প্রাক্টিক্যাল করিয়ে অফলাইনে পরীক্ষা হোক। নয়তো অনলাইনেই নিতে হবে আসন্ন সেম।"