আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের তলব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ক'দিন আগেই ইডির জেরার মুখোমুখি হতে দিল্লি গিয়েছিলেন অভিষেক। এই জেরার এক মাস না কাটতেই, ফের ইডির তলব পেলেন তিনি। ইডি সূ্ত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে আরও কিছু জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। তাই ফের তাঁকে তলব করা হয়েছে। সম্ভবত ২১ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
তবে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের দিল্লি যাবেন কিনা, কিংবা এ বিষয়ে তাঁর কী বক্তব্য, তা এখনও স্পষ্ট জানা যায় নি।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবার জেরার পর বলেছিলেন, "আমি তাঁদের জিজ্ঞাসাবাদের সময় সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং তাঁদের সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করেছি। আমি এই ঘটনার শেষ দেখে ছাড়বো কিন্তু, কখনো নিজের মেরুদন্ড বিক্রি করব না। বিজেপি তৃণমূল কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনা রাজনৈতিকভাবে। তাই পশ্চিমবঙ্গে হারের বদলা নিতে এইসব কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে তারা।"