আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। জন্মদিনে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে বাঁধ ভাঙা ভিড় দেখা গেল কালীঘাটে (Kalighat) অভিষেকের বাড়ির সামনে। উঠল 'খেলা হবে' স্লোগান। সোশ্যাল মিডিয়া জুড়ে জন্মদিনের শুভেচ্ছায় ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। তবে বাড়ির সামনের ভিড় দেখে অবশেষে সামনে এলেন অভিষেক।
হাসি মুখে হাত নেড়ে, করজোড়ে ভক্তদের অভিবাদন গ্রহণ করলেন। তুমুল চিৎকার করে সবাই বললেন, 'দাদা হ্যাপি বার্থ ডে'। তখনই গাড়ি থেকে নেমে অনুগামীদের অনুরোধে রাস্তায় দাঁড়িয়ে কেকও কাটেন তিনি। সকলের অনুরোধে তোলেন সেলফিও।

এদিন পুলিশও বোঝেননি কী হচ্ছে, বাড়ির সামনে মানুষের ভীড় দেখে, তাঁদের মনে হয়েছিল কোনও সভা আছে। এরপরেই 'দাদা হ্যাপি বার্থ ডে' রব উঠতেই তাঁরাও জেনে ও দেখে হেসে ফেললেন। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে শনিবার রাত থেকেই উন্মাদনা রাজ্যজুড়ে। সকাল থেকেই বিভিন্ন জেলায় কেক কেটে, পায়েসের মাধ্যমে উদযাপন করা হয়েছিল জননেতার জন্মদিন।