এবার আইকোর মামলায় বিধায়ক মদন মিত্রকে তলব করল সিবিআই। শুধু তাই নয়, তলব করা হয়েছে মদনবাবুর ছেলে স্বরূপ মিত্রকেও। তবে সংবাদমাধ্যমকে মদনবাবু জানিয়েছেন, ব্যস্ততার কারণে এখনও তিনি নিজের ইমেল চেক করে উঠতে পারেননি। কাজেই তিনি জানেন না তলব পেয়েছেন কিনা। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, সিবিআইয়ের তরফে ইমেল পেলে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্য করবেন তিনি।
সিবিআই সূত্রে খবর, আইকোর মামলার সঙ্গে মদন মিত্রের এবং তাঁর ছেলের কোনও যোগসূত্র পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাই সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করতে চায় সিবিআই। সে কারণেই আজ মদনবাবুকে এবং কাল তাঁর ছেলেকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও সারদা এবং নারদা মামলাতেও নাম জড়িয়েছিল মদন মিত্রের।
অন্যদিকে কয়লাকাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের (CBI)। আসানসোল-বাঁকুড়া থেকে গ্রেপ্তার করা হল অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে। ধৃতদের নাম নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডল। বর্তমানে কলকাতা নিয়ে আসা হচ্ছে ধৃতদের।