ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণের হার। একেরপর এক নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, করোনা আক্রান্ত সকলেই। তার মধ্যে যদি কোনো সভা হয় তাহলে আবার তা হবে গোদের উপরে একেবারে বিষফোড়া। আর তাই এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফায় যে রকম ভাবে বাহিনী মোতায়েন করা হয়েছিল, ঠিক সে রকম ভাবেই এবারেও বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতা এবং পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
তার জন্য মোতায়েন রাখা হবে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল দুর্গাপুরে মোতায়েন থাকবে ১৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ দিনাজপুরে থাকবে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ কলকাতায় ৪টি কেন্দ্রে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। মুর্শিদাবাদে থাকছে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় রাখা হচ্ছে ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রায়গঞ্জে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে ৬৫০ এর বেশি সেক্টর থাকছে তাই প্রত্যেকটি সেক্টর অফিসে থাকবে উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিক চারজন কনস্টেবল। এমনিতেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শীতলকুচি গুলি চালানোর অভিযোগ রয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনীকে যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।