অবশেষে খুলছে জোটের জট। বিতর্কিত আসন বণ্টনের এক রফাসূত্র মিলছে ধীরে ধীরে। সোমবার কলকাতায় এই বৈঠকে সিদ্ধান্ত হলো গতবার বিধানসভা ভোটে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের যে দল যেখানে জিতেছিল সেখানে তারা পরস্পর বিরোধী প্রার্থী দেবে না। আর এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় পরিষ্কার হয়ে গেলো ২৯৪ আসনের মধ্যে ৭৭ টি আসনের ছবি। বাকি ২১৭ আসন নিয়ে বৃহস্পতিবার আবার বৈঠকে বসবেন বাম কংগ্রেস নেতারা।
তবে এদিনের বৈঠকে যেভাবে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে তাতে খুশি দুই পক্ষের নেতারাই। সকলেই আসন্ন ভোটে বাম কংগ্রেসের ভবিষ্যত নিয়ে আশাবাদী। এখন বৃহস্পতিবার অধীর চৌধুরীর উপস্থিতিতে বাকি ২১৭ আসনের বণ্টনও সুষ্ঠভাবে হবে বলে আশাবাদী সকলেই।