বীরভূমের সিউড়িতে এবার কাটমানি দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক বৃদ্ধা। ৬০ বছর বয়সী ওই মহিলা বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন।
এই ঘটনায় বৃদ্ধার ছেলে রমেশ বাউড়ি অভিযোগ করেছেন, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা থেকে কাটমানি দিতে না চাওয়ায় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছেন তাঁর মা-কে। এই অভিযোগের সাথে তাল মিলিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ করেছেন, সারা রাজ্য জুড়েই কাটমানির জন্য সন্ত্রাস চালাচ্ছে শাসক দলের লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে যাতে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেছেন, পুরো ঘটনা না জেনে তিনি কোনো মন্তব্য করবেন না।