মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নির্বাচন কমিশনের কোপে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহার নির্বাচনী প্রচারে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত তিনি কোনো নির্বাচনী প্রচার করতে পারবেন না বলে কমিশন সূত্রে খবর। শীতলকুচির ঘটনায় রাহুল সিনহার বিতর্কিত মন্তব্যের জেরে কমিশনের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। উল্লেখ্য, রবিবার হাবড়ায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে রোড শো করার সময় রাহুল সিনহা বলেছিলেন, "শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর।" রাহুল সিনহার এমন 'প্ররোচনামূলক' মন্তব্যের জন্য কমিশনের তরফে ৪৮ ঘন্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা বলে রাজনৈতিক মহল সূত্রে খবর।
অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০ টার মধ্যে কমিশনের কাছে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে শীতলকুচি প্রসঙ্গে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে এই নোটিশ বলে খবর। রবিবার দিলীপ ঘোষ এক জনসভায় বলেছিলেন, "ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গেছে। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে? জায়গায় জায়গায় শীতলকুচি হবে।"
শুধু তাই নয়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর উত্তরে সন্তুষ্ট নয় কমিশন। তাঁকেও সতর্ক করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর বিজেপির দুই 'হেভিওয়েট' নেতা দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে কমিশনের নির্দেশ, কার্যত রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে আখ্যা দিয়েছেন।