কলকাতা পুরনির্বাচন সমাপ্ত হতেই রাজ্যের বাকি পুরসভাগুলিতে (Municipality) নির্বাচন করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন (state election commission)। সেই মতো এবার রাজ্যের চারটি পুরসভায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন তাঁরা। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar), আসানসোল (Asansol) এবং শিলিগুড়ি (Siliguri) পুরসভায় হবে পুরনির্বাচন। চার কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৫ জানুয়ারি।
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে অবশিষ্ট পুরসভাগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত তারা। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৬ থেকে ৮ দফায় পুরসভাগুলিতে নির্বাচন করার পক্ষে নিদান দিয়েছিল কমিশন। এবার তার মধ্যেই চারটি পুরসভায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল তারা।
এদিন সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, আগামী ২২ তারিখ চার পুরসভা কেন্দ্রে হবে নির্বাচন। সেগুলির মধ্যে বিধাননগর পুরসভায় রয়েছে ৪১ টি ওয়ার্ড। চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে ওয়ার্ডের সংখ্যা যথাক্রমে ৩৩, ১০৬ এবং ৮৭ টি। তিনি আরও জানান, আগামীকাল অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ। মনোনয়ন পেশের শেষ দিন ৩ জানুয়ারি। সৌরভবাবু এও জানান, কলকাতা পুরনির্বাচনের (KMC election 2021) মতো এই চারটি পুরসভার নির্বাচনেও সমস্ত বুথে রাখতে হবে সিসিটিভি (CCTV)। তবে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ নাকি বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আসবে, সে বিষয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। পাশাপাশি হাওড়া (Howrah) পুরসভায় নির্বাচন কবে হবে, সে বিষয়েও কিছুই জানাননি নির্বাচন কমিশনার।