পুজোর পরই ভোট রাজ্যে। চার কেন্দ্রে তথা শান্তিপুর (Santipur), গোসাবা (Gosaba), খড়দহ (Khardaha) ও দিনহাটায় (Dinhata) উপনির্বাচন রয়েছে। ৩০ অক্টোবর রাজ্যের এই চারটি কেন্দ্রে উপনির্বাচন। ২ নভেম্বর এই কেন্দ্রগুলিতে ভোট গণনা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেছে ৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ অক্টোবর।
তাই এই কেন্দ্রে শীঘ্রই নিয়ে আসা হবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য রাজ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)।
সূত্রের খবর, আগামী ১৩ অক্টোবরের মধ্যেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। থাকবে ৯ কোম্পানি BSF, ৮ কোম্পানি CRPF ও ৫ কোম্পানি SSB ও CISF। তবে কোন কেন্দ্রের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
প্রতিটি বুথ মুড়ে ফেলা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতেই এই পদক্ষেপ। প্রয়োজন হলে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলেই জানানো হয়েছে কমিশনের তরফে।