১৬ তম প্রবাসী ভারতীয় দিবসে ভার্চুয়াল ভাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবসমাজকে আরো বেশি করে টেকনোলজি ব্যবহারের পরামর্শ দিলেন। পাশাপাশি তিনি বললেন ভারতের গর্ব এবং সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। বর্তমান যুগে ইন্টারনেট প্রত্যেকটি মানুষকে সংযুক্ত করে রেখেছে, তবে আমাদের হৃদয় সংযুক্ত আছে ভারতের প্রতি ভালোবাসার জন্য, বললেন মোদি। তিনি আরো বলেন, বিগত বছরে প্রবাসী ভারতীয়রা সমাজকে আরো ভালো করে গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। মোদি আরো জানিয়েছেন, প্রবাসী ভারতীয়দের থেকে ভারতের ব্যাপারে আরো ভাল ভাল মন্তব্য শুনতে তার অত্যন্ত ভালো লাগে।
ভারতের প্রধানমন্ত্রী এদিন টেকনোলজি ব্যবহার করে দুর্নীতি এবং কোটি কোটি টাকার তছরুপ আটকানো গেছে বলে মন্তব্য করেন। তিনি জানান, দুর্নীতি রোধ করে লক্ষ কোটি টাকা যোগ্য ব্যক্তিদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ তিনি বললেন, ভারতের স্পেস প্রোগ্রাম এবং ট্যাক্স স্টার্ট আপ ইকো সিস্টেম সারাবিশ্বে নজির গড়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও ভারতের নতুন নতুন স্টার্টআপ শুরু হয়েছে। মোদি বলেছেন, ভারতে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অনেকটা উন্নত হতে পেরেছে। খুব কম সময়ের মধ্যে PLI স্কিম এর মত প্রজেক্টগুলি জনপ্রিয়তা লাভ করেছে।