ফের অমানবিক ঘটনার স্বীকার উত্তরপ্রদেশ। একের পর এক নৃশংস ধর্ষণের অভিযোগ ওঠার পর সমাজে কার্যত ধর্ষণ প্রদেশ হিসেবে তকমা পেয়েছে যোগীরাজ্য।
এদিন জালালবাদ থানার অন্তর্গত গ্রামের বছর ৩৫-এর এক মহিলা, সাংবাদিকদের জানান- গত ৩০নভেম্বর পাঁচ জন গাড়ি করে এসে তাঁর উপর হঠাৎই চড়াও হয়, এবং এরপরেই তাঁকে জোড় করে টেনে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
জালালবাদের এই গণধর্ষণে অভিযুক্ত পাঁচজনের নামে জালালবাদের স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান ওই মহিলা। এরপরেই তাঁর দাবি, থানায় উপস্থিত সাব ইন্সপেক্টরকে যখন তিনি সমস্ত ঘটনার বিবরণ দেন, ঠিক সেই সময় অভিযোগ লেখানোর জন্য তাঁকে পাশের রুমে নিয়ে যান ওই সাব ইন্সপেক্টর এবং তিনিই তাঁকে ধর্ষণ করেন। অন্তত সংবাদমাধ্যমকে এমনটাই বয়ান দিয়েছেন ওই মহিলা।
এ বিষয়ে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি যোগী রাজ্যে। যদিও গতকাল জালালবাদ থানার সিনিয়র অফিসার অবিনাশ চন্দ্রের সাথে সাক্ষাৎ হয় নির্যাতিত ওই মহিলার। এরপর তিনি সমস্ত ঘটনার বিবরণ দিলে অফিসার অবিনাশ চন্দ্র তাঁর বিবৃতি অনুযায়ী রিপোর্ট দাখিল করেন, এবং সেই মতোন তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন।