উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মঙ্গলবার অবৈধ ধর্মীয় ধর্মান্তরের মোকাবিলার জন্য একটি অধ্যাদেশকে অনুমোদন দিয়েছে। যোগী সরকারের মুখপাত্র এবং প্রতিমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন মন্ত্রী পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ "অবৈধ রূপান্তর বিল ২০২০"( Prohibition of Unlawful Conversion Bill 2020) নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিলের বিভিন্ন বিভাগের অধীনে রয়েছে ৩- ১০ বছরের কারাদন্ড এবং ১৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা জরিমানার কথা বলা আছে।
এদিনকার সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ নাথ সিং জানান,"উত্তরপ্রদেশে গত কয়েকমাসে লাভ জিহাদের শতাধিক মামলা হয়েছে। সুতরাং আমরা এই বেআইনি ধর্মীয় রূপান্তরগুলির বিরুদ্ধে একটি বিল আনছি। খুব শীগগীর এই মামলা গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে"। অন্যদিকে ডেপুটি সিএম কেশব মৌর্য জানিয়েছেন এই আইনের রাজ্যে খুব প্রয়োজন। এই বিলের সমস্ত প্রযুক্তিগত দিক নিয়ে আইন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন।