উত্তরপ্রদেশে যোগী রাজত্বে নানান জিনিসের নাম বদলে যাওয়ার স্বাক্ষী আছে সাধারণ মানুষ। মুঘলসরাই স্টেশন নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায় হয়ে যাওয়া তার সবথেকে বড়ো উদাহরণ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে এসেছেন "মুসলিমরা কিংবা মুঘলরা আমাদের নায়ক নয়। তারা আমাদের ঐতিহ্য নষ্ট করেছে বারবার। তাই আমাদের যারা সত্যি নায়ক তাঁদের সম্মান করাটাই আমাদের কাজ।" ফলস্বরূপ মুসলিম বা মুঘল রাজা রাজরাদের নাম সব পাল্টে হিন্দু নাম এসে পড়ছে প্রায়ই।
সেই তালিকায় নতুন সংস্করণ আগ্রা থেকে খানিক দূরে তৈরি হতে চলা মুঘল মিউজিয়ামের নামকরণ। "আমরা কোনো মানসিক দাসত্ব বহন করবো না।" এই হুংকার দিয়েই গতকাল ওই নির্ণীয়মান সংগ্রহশালা নিয়ে হওয়া এক মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী টুইট করে ঘোষণা করেন "জাদুঘর শিবাজী মহারাজের নামে হবে। শিবাজী আমাদের নায়ক। জয় হিন্দ। জয় ভারত।"
প্রসঙ্গত উল্লেখ্য আগের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সময় প্রস্তাবিত এই জাদুঘরে মুঘল আমলে ব্যবহার করা জিনিসপত্র, সেই সময়ের সংস্কৃতি সংগ্রহ করে রাখা হবে ঠিক হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে ছত্রপতি শিবাজীর ব্যবহার করা জিনিসও থাকতে পারে এই সংগ্রহশালায়।