গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বীর চক্র (Vir Chakra) সম্মানে সম্বর্ধিত করা হবে আজ। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ram Nath Kovind) আজকেই তাঁকে এই সম্মানে ভূষিত করবেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন এই উইং কম্যান্ডার পাকিস্তানের এফ ১৬ গুলি করে অবতরণ করেছিলেন। সেই কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মান প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি মিগ ২১ বিমান নিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে ধ্বংস করেছিলেন পাকিস্তানের যুদ্ধবিমান। এরপর তিনি পাক সেনার হাতে বন্দিও হন। বলা হয়েছিল বন্দি অবস্থায় তাঁর প্রতি অকথ্য অত্যাচার করা হয়। তাঁর কাছ থেকে পাক সেনারা সেনাবাহিনীর বিভিন্ন তথ্য আদায়ের চেষ্টা করে। কিন্তু ভারতের কূটনৈতিক চক্রে পিছু হটে পাকিস্তান। বাধ্য হয়ে ভারতের হাতে তুলে দেন তাঁকে। এই ঘটনার পর গোটা বিশ্বে তীব্র চাপানউতোর তৈরি হয়। এরপর অভিনন্দন বর্তমানের সাহসিকতা ও দেশপ্রেম নিয়ে জোর আলোচনা শুরু হয়। যার ফলস্বরূপ আজকেই তিনি ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এই বীর সম্মান পেতে চলেছেন বলে খবর।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে তীব্র বিস্ফোরণ হয়। এই হামলায় ৪০ জন সেনা শহিদ হন। এই ঘটনায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গির মদত থাকার কথা বলা হয়। এর বারো দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেন ভারতীয় সেনা। বালাকোটের জঙ্গি সেনাঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। বদলা নিতে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ভারতে হামলা চালায়। কিন্তু ভারতীয় সেনাদের তৎপরতায় সেই যুদ্ধবিমান ধ্বংস করা হয়। কিন্তু এরপরেই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বন্দি হন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে বন্দি করা হয়। তারপরও ভারতের কূটনৈতিক চক্রান্তে পিছু হটে পাকিস্তান। দেশে ভারতে ফিরে আসেন অভিনন্দন বর্তমান। এই ঘটনার পর দেশজুড়ে খুশির হাওয়া নেমে আসে। এবার সেই অভিনন্দন বর্তমানকে এমন বীর চক্র সম্মানে সম্মানিত করতে চলেছে দেশ।