স্ত্রী একজন রক্ত মাংসের মানুষ। স্বামীর ব্যক্তিগত সম্পত্তি বা দাসী নয়। তাই নিজের মত মতোন তাঁকে বাধ্য করা যাবে না কোনো কাজ করতে, মঙ্গলবার এক মামলার শুনানিতে এক ব্যক্তিকে এমনই জানিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, বিচারপতিরা আরও জানায় "জোর করে কোনও মহিলাকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রাখা যায় না। তাই তিনি অন্যত্র থাকতে চাইলে সেক্ষেত্রে স্বামী জোর করে তাঁকে থাকতে বাধ্য করতে পারেন না।"
এক মামলায় মহিলার অভিযোগ ছিল, ২০১৩ সালে বিয়ের পর থেকেই তিনি নির্যাতনের শিকার। বাপেরবাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য তাঁর উপর চরম অত্যাচার করতেন স্বামী। আর সেই কারণেই তিনি শেষমেশ সংসার ছাড়তে বাধ্য হন। এরপরেই মামলা করেন ওই মহিলা। অতঃপর আদালত নির্দেশ দেয়, অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে প্রতি মাসে ২০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশ শুনেই চোখ কপালে অভিযুক্ত স্বামীর। টাকা বাঁচাতে তিনি রাজি হন স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে। আর সেই কথা খারিজ করে বিচারপতি সঞ্জয় কিশন কাউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তের এসসি বেঞ্চ প্রত্যুত্তরে বলেন, ‘আপনি কী ভাবেন বলুন তো? একজন মহিলা কোনও সম্পত্তি বা দাসী নাকি যে আমরা তাঁকে বলব যে যান স্বামীর সঙ্গে গিয়ে বাস করুন।’