ফের উত্তরাখণ্ডে (Uttarakhand) শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ফের কি গদি খোয়াতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)? বিজেপিকে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে হলে হয়তো বর্তমান মুখ্যমন্ত্রীকে সরিয়ে ফেলতে হবে। গত দিন কয়েক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত বারবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কিংবা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের ঘটনায় এমনই একটি বিষয় উঠে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ।
মাস কয়েক আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিরথ সিং রাওয়াত। এর আগে উত্তরাখণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় গদি থেকে সরিয়ে দিতে বাধ্য হয় বিজেপি। ফলে বাধ্য হয়ে বিজেপি তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রীর পদে বসান। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তিরথ সিং রাওয়াত আইনসভার সদস্য নয়। নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। তার ফলে ৫ আগস্টের মধ্যেই উপনির্বাচনের বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে বাড়তি চাপ আসবে বিজেপির। কারণ পশ্চিমবঙ্গের উপনির্বাচন নিয়ে তৈরি হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাপ।
তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদে আসীন থাকতে হলে যেকোন আসনে জিতে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে উত্তরাখণ্ডের যে আসন গুলি উপনির্বাচনের জন্য খালি রয়েছে, তা বিজেপির পছন্দ নয়। অন্যদিকে উপনির্বাচন হলে পশ্চিমবঙ্গেও উপনির্বাচন করাতে হবে। এমন অবস্থায় ফের উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী বদলের পরিস্থিতি তৈরি হয়েছে। তার পাশাপাশি গত দিন কয়েক ধরে তিরথ সিং রাওয়াতের দিল্লি গমনে সেই জল্পনা আরও বেড়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।