আজ থেকেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মহারণ শুরু। পাঁচ দফা নির্বাচনের আজ প্রথম দফা। ২০২৪ সালের ফাইনাল ম্যাচের আগে কার্যত সেমিফাইনাল এই নির্বাচনগুলি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলে উত্তরপ্রদেশ নির্বাচন তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এদিকে গত মাস কয়েকের মধ্যেই বেশ কয়েকটি কারণে অনেকটা ব্যাকফুটে বিজেপি, এমনটা মত রাজনৈতিক বিশ্লেষক একাংশের। বিশেষ করে বিতর্কিত তিন কৃষি আইনের প্রত্যাহার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সাম্প্রতিক কালে বিরোধী পক্ষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন চলতি কয়েকটি রাজ্যের নির্বাচনে কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি যথেষ্ট প্রভাব তৈরি করবে। তাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গতকাল ড্যামেজ কন্ট্রোলে নামলেন।
গতকাল সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিতর্কিত তিন কৃষি আইনের সমর্থনে ব্যাখ্যা করতে দেখা গেল। উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে এই বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন ওয়াকিবহাল মহল। তিনি বললেন, "যা করেছিলাম, ভালোর জন্যই করেছিলাম।" সঙ্গে এ-ও তিনি জুড়ে দেন, যা হয়েছে 'দেশের স্বার্থে' ভালোই হয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই বক্তব্য ভিন্নতর মাত্রা পাবে, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে ২৪-এ দিল্লির মসনদে বসার শক্তি পরীক্ষা বলা যায়। সেদিক থেকে এই নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট তো বটেই, সঙ্গে রাজনৈতিক চাপ তো আছেই। অন্যদিকে সেদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব যথেষ্ট সাড়া ফেলেছে। এরমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে যথেষ্ট প্রভাব তৈরি করেছেন। এমন অবস্থায় গতকালের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার অন্যভাবে দেখছেন একদল মানুষ। উত্তরপ্রদেশে ৭ মার্চ পর্যন্ত চলবে নির্বাচন। ফলঘোষণা ১০ মার্চ। আর আজ থেকেই সেখানে শুরু ২৪-এর মফারণের প্রাথমিক পর্যায়।