একদিকে আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে তালিবান। সম্ভাবনা রয়েছে, চীন পাকিস্তান এবং তালিবান একসাথে যুক্ত হয়ে ভারতের বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করতেই পারে। ত্রিমুখী চাপের মধ্যেই এবারে নতুন বায়ুসেনা প্রধান পেতে চলেছে ভারত। সূত্রের খবর অনুযায়ী, এবারে ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত বায়ু সেনার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। মেয়াদ শেষ হবার পরে এবারে তাঁর জায়গাতেই আসছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। যদিও নিজের দু বছরের কার্যকালে অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন ভাদুরিয়া। তার আমলে বায়ুসেনাতে যুক্ত হয়েছিল রাফাল।
আগামী ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া। তার পরেই তার জায়গায় নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হতে চলেছেন বিবেক রায় চৌধুরী। চলতি বছরের জুলাই মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিবেক রাম চৌধুরী। এর আগেও তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্ব সামলেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়েস্টার্ন কমান্ড সাধারণত কাশ্মীরের দায়িত্ব সামলায়।
বিবেক রাম চৌধুরী ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে টানা ৩৮০০ ঘন্টা বিমান উড়ানোর সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান। তার সাথেই, বিক্রম রাম চৌধুরী এর আগেও বায়ুসেনার অন্দরে বিভিন্ন পদে ছিলেন। অভিজ্ঞতায় তিনি অত্যন্ত বলিয়ান। ঠিক এই কারণেই দেশের বায়ুসীমা সুরক্ষার দায়িত্বে এলেন বিবেক রাম চৌধুরী।