বিরাট তুষারধস এর ফলে হুড়মুড়িয়ে এগিয়ে আসছে বরফের জল। জলের তোড়ে ইতিমধ্যেই ভেসে গিয়েছে দেড়শর বেশি জন। বেশ কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে বৃষ্টিপাত সহ তুষারপাত চলছিল। আর তার জেরেই বর্তমানে হাই এলার্ট জারি করা হয়েছে হরিদ্দার পর্যন্ত। জানা যাচ্ছে ধৌলি গঙ্গার বাঁধে ভাঙ্গন ধরেছে। ইতিমধ্যেই পাশের সমস্ত গ্রাম খালি করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সাহায্যকারী দল। আর এই সময়ে উত্তরাখণ্ডের বিপর্যয়ের খবর পেতেই বলিউডের অনেকেই টুইট করেছেন।
রনি স্ক্রিওয়ালা থেকে শুরু করে অজয় দেবগন, প্রসূন যশি, সনু সুদ, নুসরাত ভারুচা সহ আরো অনেকে টুইট করে উত্তরাখণ্ডের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। রনি লিখেছেন, "গ্লোবাল ওয়ার্মিং এর জন্য উত্তরাখণ্ডের এই বিপর্যয় হয়েছে। আমি এই বিপর্যয় দুঃখ পেয়েছি। তবে আমি নিশ্চিত নই এটাকে কি আদৌ প্রাকৃতিক দুর্যোগ বলা চলে নাকি না। অজয় দেবগন লিখেছেন, "জলবায়ু পরিবর্তনের ফল খারাপ হতে চলেছে এটা আমাদের কাছে আতঙ্কের। উত্তরাখণ্ডের মানুষের পাশে আছি।" প্রসূন যশি লিখেছেন, "হিমবাহ ভেঙে যাওয়ার ঘটনায় উত্তরাখণ্ডের জেলা গুলি যেন সুরক্ষিত থাকে। সেখানকার বাসিন্দা, কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা করলাম।"
সনু সুদ লিখেছেন, "উত্তরাখণ্ড তোমার পাশে আছি।" নুসরাত ভারুচা লিখেছেন, "উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে যাওয়ার ঘটনায় দেড়শ শ্রমিক নিখোঁজ। সবাই সুরক্ষা প্রার্থনা করি।" দিয়া মির্জা লিখেছেন, "হিমালয় অঞ্চলে একাধিক বাধ নির্মাণের জন্য এই ঘটনা ঘটলো। উত্তরাখণ্ড পাশে আছি।" শ্রদ্ধা কাপুর লিখেছেন, "উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙ্গে যাবার কথা শুনে মন খারাপ। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।